ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ ঢাকার মেয়রসহ দায়িত্বশীলদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন হুঁশিয়ারি দিয়েছেন, ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি ছড়ালে আইনের আওতায় আনা হবে। উত্তর ঢাকার মেয়রও হুঁশিয়ার করেছেন, কারো বাড়ি বা প্রতিষ্ঠানে মশা জন্মানোর ক্ষেত্র পাওয়া গেলে আইন ব্যবস্থা নেয়া হবে।
সরকারি হিসেবে রাজধানীসহ সারা দেশে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। আর চিকিৎসাধীন ১০ হাজারেরও বেশি। তবে, বেসরকারি হিসাবে রোগী ও মৃতের সংখ্যা আরো বেশি। ডেঙ্গু নিয়ে নাগরিকদের এ আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একই দিনে দক্ষিণ ঢাকার মেয়র বলেন, ডেঙ্গুর সংখ্যা নিয়ে ‘ছেলেধরার মতো গুজব’ ছড়ানো হচ্ছে।এর ঠিক পরের দিনই তিনি বললেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেনি। তবে, রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর উত্তর ঢাকার মেয়র জানালেন, মশা নিধনে নতুন ওষুধ আনার পরিকল্পনা চলছে।
দায়িত্বশীলদের এমন বক্তব্যে খুশি নন ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী। ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ভূমিকায় অসন্তোষ জানিয়ে তিনি কথা কম বলে কাজে মনোযোগী হওয়ারও আহ্বান জানান। সোমবার থেকে ডেঙ্গু রোগী শনাক্তে উত্তর ঢাকায় ৫২টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হবে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























