ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশে দাতব্য আইন ও প্রশাসন’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে শনিবার বেলা ১১ টায় আইন অনুষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির এর ভিসি প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আইন অনুষদের ডীন ও গবেষণার তত্ত্বাবধায়ক প্রফেসর ড. রেবা মন্ডল উপস্থিত ছিলেন।সেমিনারে পিএইচডি গবেষক টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন অনুষদের ডীন মোঃ নান্নু মিয়া তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তার গবেষনার শিরোনাম ছিল ‘বাংলাদেশে ও ইংল্যান্ডে দাতব্য সংস্থা সমুহের পরিচালনাঃ একটি আইনি ও প্রায়োগিক বিশ্লেষণ’। সেমিনারে গবেষক তার দুইটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। অন্য প্রবন্ধটি হলো ‘বাংলাদেশ ও ইংল্যান্ডের দাতব্য সংস্থা পরিচালনার তুলনামূলক বিশ্লেষণ’।সেমিনারে আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. হালিমা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর কলা অনুষদের ডীন ও প্রক্টর প্রফেসর কে এইচ এম ইসহাক, ইবির আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল মুঈদ, প্রফেসর ড. মামুন, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তজা আলী, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসাইন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ