কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ই-মোবাইল কোর্ট সিস্টেম বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই এর সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এই ই-মোবাইল কোর্ট সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুজিব-উল-ফেরদৌস ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোঃ মুস্তাফা কামাল বক্তব্য রাখেন। উল্লেখ্য এ প্রশিক্ষণ কর্মশালায় মোট তিনটি ব্যাচে মোবাইল কোর্ট সংশ্লিষ্ট ৭৫ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস প্রশিক্ষণার্থীদের মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ব্যবহার সম্পর্কে উপস্থাপন করেন।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে