চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ফার্মপাড়ার স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ধর্ষণের ঘটনায় রিমন ও ধর্ষণে সহযোগিতা করায় নাহিয়ানকে আসামী করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে চুয়াডাঙ্গা শহরের ১নং পানির ট্যাংক এলাকা থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হাসপাতাল সড়কের (গ্রীন চিলি রেস্টুরেন্ট এর সামনে) মো. তুহিনের ছেলে রিমন ও তার বন্ধু ফার্মপাড়ার নিজাম উদ্দীনের ছেলে নাহিয়ান ওই স্কুলছাত্রীর পথরোধ করে। পরে ওড়না দিয়ে স্কুলছাত্রীর মুখ বেঁধে মোটরসাইকেলে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর চাঁদমারী মাঠের নিকট একটি বাড়িতে নিয়ে রিমন স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় স্কুলছাত্রী তিনমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত মঙ্গলবার তার গর্ভপাত ঘটায় তার পরিবার। বিষয়টি জানাজানির পর গতকাল বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় রিমন ও নাহিয়ানকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে