সকাল থেকে হওয়া বৃষ্টিতে রাজধানীর নানা এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শান্তিনগর, বেইলিরোড, মিরপুর, ধানমন্ডিসহ বেশকিছু জায়গায় দুর্ভোগে পড়েন নগরবাসী। ১৫ জুলাই পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানীর শান্তিনগর মোড়। বৃষ্টি হলেও জলাবদ্ধতা দেখা দেয় এই এলাকায়। শুক্রবার সকালেও ফিরেছে সেই চিত্র। বেইলি রোডেও একই অবস্থা। ছুটির দিন হলেও জলাবদ্ধতায় তৈরি হওয়া যানজট, ভোগান্তিতে নগরবাসী।
এছাড়াও মিরপুর, ধানমন্ডি, তেজগাঁওসহ রাজধানীজুড়েই জলাবদ্ধতায় দেখা দেয় যানবাহন সংকট। সড়কে নেমে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে পথচারীদের।বর্ষায় এমন বৃষ্টিকে স্বাভাবিক বলছে আবহাওয়া অফিস। আগামী ১ জুলাই পর্যন্ত সারা দেশে ভারি থেকে মাঝারি বর্ষণের কথাও জানিয়েছেন আবহাওয়াবিদ।
মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হচ্ছে জানিয়েছে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























