কুষ্টিয়ার মিরপুরের চাঁদনী আক্তার মুন্নী সহ দেশব্যাপী নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আয়োজনে কুষ্টিয়া শহরের থানার মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি তোফিকুল ইসলাম বিল্পবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মোফাজ্জেল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এ্যাড. আবদুর রশিদ, তাজনিহার বেগম তাজ, হাসান জামিল বাবু, কারশেদ আলম, জেসমিন হোসেন ও নিহত মুন্নীর স্বজনরা।বক্তাগণ মিরপুরের মুন্নীসহ সকল নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এক্ষেত্রে কঠোর প্রশাসনিক পদক্ষেপ ও সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন।

মানবাধিকার আইনজীবী পরিষদ ও স্থানীয় মানবাধিকার সংগঠনের বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করে।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে