জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সাড়া দিচ্ছেন, তিনি অচেতন নন। জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মলনে তিনি এ তথ্য জানান।
এরশাদের মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানান জি এম কাদের। এর আগে দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এরশাদ শঙ্কামুক্ত নন, তাকে দেশের বাইরে নেয়ার মতো অবস্থা নেই।
এদিকে সকালে এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সিএমএইচে যান ওবায়দুল কাদের। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। রোববার থেকে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














