কুষ্টিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সুধী জন ও রাজনৈতিক নেতাদের উদ্দ্যোগে কুষ্টিয়ায় আত্মপ্রকাশ করল “কুষ্টিয়া ক্লাব”। শক্রবার শহরের দিশা টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের দাবি ছিল এ জেলাতে আর্ন্তজাতিক মানের একটি ক্লাব গড়ে তোলা। আজ সেই দাবির সবথেকে গুরুত্বর্পুণ অংশটি বাস্তবায়িত হলো। তিনি ক্লাব সংস্কৃতির মধ্য দিয়ে সমাজের উন্নয়নে আরো বেশী কাজ করার জন্য বিত্তবানদের আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেম কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম(বার), জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রোভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম কুষ্টিয়া বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ বিভিন্ন রাজনৈতিক, ব্যাবসায়ী, সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে আগামী দু বছর মেয়াদে “কুষ্টিয়া ক্লাবের” কমিটি ঘোষণা করেন জননেতা হানিফ এমপি। নবাগত কমিটির সভাপতি হলেন হাজী রবিউল ইসলাম(কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি), সহ-সভাপতি মো: হালিমুজ্জামান ও শামসুল ওয়াসে(বিশিষ্ট ব্যাবসায়ী), সাধারন সম্পাদক অজয় সুরেকা(বিশিষ্ট ব্যাবসায়ী), কোষাধক্ষ্য এহসানুল হক লাল বাবু (ব্যাবসায়ী), সদস্য আতাউর রহমান আতা( কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক), সদস্য ড. শাহিনুর রহমান শাহিন (ইবি, প্রোভিসি), প্রকাশ ও সম্পাদক ড. আমানুর রহমান, অনুপ কুমার নন্দী(কুষ্টিয়া বিজ্ঞ পিপি), কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামিল হাসান খান খোকন, ডা. মুস্তানজিদ (অধক্ষ্য মেডিকেল কলেজ, কুষ্টিয়া), ডা. বশির উদ্দিন, কামারুল আরেফিন(মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক), ওমর ফারুক(ব্যাবসায়ী), বিশ্বনাথ শাহা বিষু, ব্যারিষ্টার গৌরব চাকী, কামরুজ্জামান নাসির, আব্দুল খালেক ও সিহাব উদ্দিন(এসবি সুপার ডিলাক্স), ১৭জন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।
এই ক্লাবটি ঢাকা গুলশান ক্লাব, এ্যামেরিকান ক্লাব, কলকাতা ক্লাবের আলোকে নির্মিত হবে। ইতি মধ্যে ক্লাবে প্রায় শতাধিক সুধিজনেরা ফরম সংগ্রহ করেছেন। বিশ্বের বিভিন্ন ক্লাবের সাথে একটি কর্পরেট চুক্তি হবে বলে জানান উদ্যোক্তারা। অনেকে বিশ লক্ষ টাকার চেক প্রদান করে সদস্য ফরম সংগ্রহ করেন। এরই মধ্যে সদস্য হন বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মো: আব্দুল জলিল এবং প্রধান অতিথির নিকট ২০লক্ষ টাকার চেক প্রদানকরেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























