ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ১ জুলাই মশা নিধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। নগর ভবনে দুপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।
মেয়র বলেন ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেলে এবার মশা মারতে নতুন ওষুধ ব্যবহার করা হবে।
ডেঙ্গু, চিকনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে গত বছরের মতো এবারো বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেয়ার কথা জানান মেয়র। এজন্য, ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে সাড়ে চারশ ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করবে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























