বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বুধবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের হল প্রাঙ্গণে স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিক সম্মেলনে আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাশৈচিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আবুল ইসলাম বাচ্চু সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্টানে অতিথিরা বলেন মানবদেহে ভিটামিন ‘এ’ তৈরি হয় না তাই এটা বাইরে থেকে গ্রহণ করতে হয়। শিশুর জন্মের প্রথম ৬ মাসে মায়ের দুধে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ থাকে কিন্তু পরবর্তীতে শিশুর বাড়ন্ত সময়ে অধিক ভিটামিন ‘এ’র চাহিদার প্রেক্ষিতে সম্পূরক খাদ্য হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়। অল্প সময়ে এটি অত্যন্ত কার্যকরী একটি কৌশল যা পরবর্তী ৪-৬ মাস পর্যন্ত শিশুর দেহে ভিটামিন ‘এ’ স্বাভাবিক রাখতে সক্ষম। পাঁচ বছরের নিচের বয়সের শিশুরা ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সময়ে তাদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ অভাবে চোখের ক্ষতিকর প্রভাবসহ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রক্তস্বল্পতা এবং ত্বকের শুষ্কতা বৃদ্ধি ও ত্বক মলিন হয়ে যায়। অতিথিরা শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিবাবক সরকারি-বেসরকারি মিডিয়া, ইসলামিক ফাউন্ডেশন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি ক্যাম্পেইন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অতিথিরা আরো বলেন সঠিক সময় ও নিয়ম অনুসরণ করে এ ভিটামিন এ প্লাস ক্যাপসুল সকল শিশুকে খাওয়ানো গেলে বাংলাদেশ থেকে শিশুদের অপুষ্টি জনিত সকল রোগ দূর করা যাবে।

রিমন পালিত
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে