নাটোর প্রতিনিধিঃ খাদ্যে ভেজাল রোধ,কেমিকেল মুক্ত ফল বিপননে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে গণ কর্মসুচী নিয়ে মাঠে নেমেছে নাটোরে নারীরা।

বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার সালামপুর থেকে তারা শুরু করে এ কর্মসূচী। এর অংশ হিসাবে সালামপুর বাজারে মানববন্ধন করে এলাকার শতাধিক নারী। এসময় বক্তারা বলেন নিরাপদ খাদ্য আমাদের অধিকার। এ অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারে। তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান। এসময় বক্তব্য রাখেন সিসিডিবি প্রধান ও খাদ্য বিশেষজ্ঞ ডা.নাইমা ইসলাম,নারী নেত্রী দিপিকা চৌধুরী সহ স্থানীয় নারীরা। নাটোরের লালপুর-বাগাতিপাড়া এলাকায় সর্বাধিক আম ও লিচু উৎপাদন হয়।ইতিমধ্যে আম ও লিচু সংগ্রহ শুরু হয়েছে।

এসব মৌসুমী ফল যাতে নিরাপদ ও খাদ্য উপযোগী হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান দিপিকা চৌধুরী।

প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে