শুক্রবার ২৪ই মে, ২০১৮ইং ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিকাল ০৩.৩০ ঘটিকা থেকে ইফতারের পর পর্যন্ত রেন্ডেভাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সুবিধা বঞ্চিত পথশিশুদের সাথে ইফতার ও ঈদ বস্ত্র বিতরন এর আয়োজন করা হয়েছে।

অত্র অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম নাসির উল্যাহ (সভাপতি, উত্তরা ১২ নম্বও সেক্টর কল্যান সমিতি। সহ সভাপতি, উত্তরা এসোসিয়েশন) । জনাব মোঃ আব্দুল হামিদ (উপদেষ্টা, ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন)। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ.এস.এম সোহাগ উদ্দিন বিপ্লব ( ফাউন্ডার ও সিনিয়র এডমিন, ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ। জয়েন্ট সেক্রেটারী, বিএফপিএ)। আসিফ মাহমুদ (সিনিয়র এডমিন, ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ)। কাজী এ হোসাইন (সিনিয়র এডমিন, ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ)। বেলায়েত হোসেন মিলন (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন)। মামুন হাসান শাহী (সাধারন সম্পাদক, ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন) ছাড়াও প্রমুখ।

ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ  আয়োজিত সুবিধা বি ত পথশিশুদেও সাথে ইফতার ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে শিক্ষার আলো’ সুবিধা বি ত শিশু স্কুলের ৫৩ জন শিশুকে এসোসিয়েশন এর পক্ষ থেকে ঈদের নতুন জামা বিতরণ করা হয় এবং তাদেরকে নিয়ে একসাথে ইফতার করা হয়।এই আয়োজনের সাথে সার্বিক ভাবে পাশে থেকে সহোযোগীতা করছিলেন শিক্ষার আলো’ সুবিধা বি ত শিশু স্কুল (পরিচালনায়ঃ ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ)।

এই অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ।এই আয়োজনে সম্মানিত অতিথি ও এসোসিয়েশনের পক্ষ থেকে ফউন্ডার ও সম্মানিত এডমিন গণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ফটোগ্রাফারস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডার ও সিনিয়র এডমিন এ.এস.এম সোহাগ উদ্দিন বিপ্লব বলেন ফটোগ্রাফারদ ও সমাজের কল্যানে এই সংগঠনের আত্বপ্রকাশ হয়েছিল।

এরই ধারা বাহিকতায় আমরা সমাজের ৩বছর থেকে ৮ বছর এর সকল সুবিধা বি ত পথ শিশুদেও সাথে ইফতার ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে শিক্ষার আলো’ সুবিধা বঞ্চিত শিশু স্কুলের ৫৩ জন শিশুকে এসোসিয়েশন এর পক্ষ থেকে ঈদের নতুন জামা বিতরণ করছি এবং তাদেরকে নিয়ে একসাথে ইফতার ও করবো। প্রকৃতপক্ষে আমার বা আমার এসোসিয়েশনের পক্ষে সারা দেশের সুবিধা বঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভবপর নয় তাই আমাদের এসোসিয়েশনের সকল মেম্বারদের ব্যক্তিগত প্রয়াসে কিছু শিশুর মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সর্থকতা।

আশাকরি সমাজের এই সুবিধা বঞ্চিত পথ শিশুদের পাশে আরও অনেক কল্যান প্রতিষ্ঠান তাদের পাশে সহযোগীতার হাত বড়িয়ে দিলে ১০০% কোন সুবিধা বঞ্চিত শিশু থাকবে না এই সমাজে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে