চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গায় বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। আরও বক্তব্য রাখেন ‘মা’ মীম আক্তার, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি কানিজ সুলতানা। বক্তারা মায়ের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন, শুধু দিবস নয়, প্রতিদিনই মা দিবস পালন করা হোক। মায়ের অসামান্য অবদানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। শেষ বয়সে যেন মমতাময়ী মায়ের আশ্রয় বৃদ্ধাশ্রমে না হয়।
সোহেল রানা
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





















