ঢাকার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।
গত বুধবার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়। এ ঘটনার পর রামকৃষ্ণ মিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি টার্গেটে ঢাকার রামকৃষ্ণ মিশন। এ ঘটনায় বাংলাদেশে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উদ্বিগ্ন।
প্রধানমন্ত্রীর দফতর থেকে ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ঢাকার রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করে আনন্দবাজারকে বলেন, সংখ্যালঘুদের টার্গেট করে সরকার ও দেশের ভাবমূর্তি কলঙ্কিত করার চক্রান্ত হচ্ছে। বাংলাদেশ শুধু মুসলমানদের দেশ নয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরাও এ দেশের নাগরিক। সরকার সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে। ঢাকায় হুমকির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
চিঠিতে বলা হয়, বাংলাদেশে মিশনের ১৪টি কেন্দ্র রয়েছে। গত কয়েক মাস ধরেই মিশনের সন্ন্যাসীদের ফোন করে বা চিঠি পাঠিয়ে ‘হত্যার’ হুমকি দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক দীর্ঘদিনের। কিছু দিন আগেও মোদী কলকাতায় বেলুড় মঠে গিয়েছিলেন। তার দফতরে চিঠি পৌঁছনোর পর মোদী নিজে বিষয়টি নিয়ে তৎপর হন। দফতরের সহকারী সচিব ভাস্কর খুলবেকে বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অবহিত করা হয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকেও।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী ধ্রুবেশানন্দের সঙ্গে যোগাযোগ করা হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকার হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি রিপোর্ট পাঠিয়েছেন। যা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলেছে, রিপোর্টে বলা হয়েছে জঙ্গি-দমনে শেখ হাসিনা সরকার সম্প্রতি সর্বাত্মক অভিযান শুরু করেছে। এর ফলে মৌলবাদী ও জঙ্গিদের মনোবলে যথেষ্ট চিড় ধরেছে।