নাটোর প্রতিনিধিঃ ছেলে হোক,মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট”- এই শ্লোগানকে সামনে রেখে নাটোরে নবদম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলা বিএমএ ভবনের অডিটরিয়ামে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ সারোয়ার বারি। জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা পরিবার পরিকল্পনার সকল বিষয়ে আলোচনা করেন। নবদম্পতিরা কি ভাবে পরিকল্পিত পরিবার গঠন করবে সে বিষয়েও মুক্ত ও বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয়। এ ছাড়া মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় কি কি করণীয় সে সকল বিষয়ে আলোচকরা আলোচনা করেন।
এসময় প্রশাসনের কমর্কতা ছাড়াও স্থানীয় সুধি,পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকর্মি, মাঠ কর্মি সহ বিভিন্ন স্তরের কর্মাচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





















