শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় পনের কেজি ওজনের স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে কাস্টমস।
সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে টিজি-থ্রি টু ওয়ান ফ্লাইটে আসা দুই সহোদরের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের চ্যালেঞ্জ করেন।
পরে তল্লাশিতে তাদের শার্টের নিচে বিশেষভাবে তৈরি বেল্টের পকেটে প্রায় পাঁচ কেজি স্বর্ণের বার ও প্রায় দশ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য সাত কোটি পঁচিশ লাখ টাকা।