বিশিষ্ট লেখক ও শিল্পসমালোচক হাসনাত আবদুল হাইয়ের বইমেলায় প্রকাশিত বই শিল্পকলার নান্দনিকতার প্রকাশনা অনুষ্ঠান ধানমন্ডির বেঙ্গল বই গ্যলারিতে শুক্রবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আরো আলোচনা করেন শিল্প-লেখক নজরুল ইসলাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।শিল্পকলার নান্দনিকতা বইটির প্রকাশক আগামী প্রকাশনী।
বইটিতে লেখক শিল্পকলার সূচনাপর্ব থেকে এর বিভিন্ন প্রেক্ষাপট এবং নান্দনিকতার উপর আলোকপাত করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ