কুষ্টিয়া প্রতিনিধিঃ “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” এই প্রতিপাদ্যে কুষ্টিয়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে নুসরাত জাহান রাফি সহ দেশব্যাপী সংঘটিত সকল নারী নির্যাতনের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে শহরের এনএসরোডে সোমবার সকাল ১১ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতীতে নারী নির্যাতন পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন সেই নির্যাতনের ব্যাপ্তি শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে। নারীরা এখন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের কাছে নিরাপদ নয়। আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ সেন, পূজা উদযাপন পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শীলা বসু, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোপা সরকার, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার নাগ, শ্যামল চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














