কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগীূ জাহান তনু হত্যার দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে দুই গন্টা ব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় তনুর ছোট ভাই আনোয়ার হোসেনসহ গণজাগরণ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তনু হত্যার দ্রুত বিচার দাবী করে শ্লোগান দেয়।

এসময় তনুর ভাই আনোয়ার হোসেন বলেন, তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনটিও ভুল। এটা তার পরিবার প্রত্যাখ্যান করেছে। গণজাগরণ মঞ্চের কর্মীরা বলেন, ৮৬ দিন অতিবাহিত হবার পরও তনু হত্যার তেমন কোন অগ্রগতি না থাকায় হতাশ হচ্ছে কুমিল্লাবাসী। তবে খুব দ্রুত এই হত্যাকান্ডের কোন ফলাফল না আসলে আবারো জোরালো আন্দোলনের ডাক দেয়া হবে ।

তরিকুল ইসলাম শিবলি
কুমিল্লা, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে