রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে ছোট বড় প্রায় তিনশো দোকান। বৃহস্পতিবার ভোরে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আগুনের গ্রাসে নিঃস্ব হয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ আগুন লাগে মালিবাগ রেললাইনের পাশের কাঁচাবাজারে। মুহূর্তেই পুরো বাজারে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয় অনেকের স্বপ্ন, বাঁচার একমাত্র সম্বল। হুমায়ূন কবিরের বাড়ি টাঙ্গাইলে কয়েক বছর ধরে ব্যবসা করেন এই বাজারে। নগদ টাকা, মেয়ের গহনা, বস্তা চাউল, দোকান বকেয়ার টালি খাতা সবই পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত এই ব্যবসায়ী। হুমায়ুন কবিরের মতো আরও অনেক ব্যবসায়ী আগুন লাগার কথা শুনে ছুটে আসেন দোকানে আপ্রাণ চেষ্টা করে শেষ সম্বলটুকু বাঁচানোর। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। পবিত্র শবে বরাত ও রমজান মাসের জন্য অনেক দোকানেই রাখা ছিল অতিরিক্ত মালামাল। কাঁচা বাজারে তিনশ’র বেশি দোকান ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাল, ডাল, তেল, লবন, মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দোকান ছিল বাজারটিতে। তবে, আগুনের লেলিহান শিখায় সেসব পণ্য পুড়ে ছাই হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজারের গলিতে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুনে প্রায় দশ কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী এবং স্থানীয়রা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























