দেশের গণমাধ্যমে আর পাঁচটা সংবাদের মতো, প্রায় নিয়মিতই খবর হয় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন। আলোচনার খোরাক হয়েছে তাদের বাড়ি, উপাসনালয়, ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর, কখনওবা হত্যা।

মানবাধিকারকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বলছেন, সরকারের উদাসিনতা ও বিচারহীনতায় বেড়েছে নির্যাতন। সেই সঙ্গে বেড়েছে দেশত্যাগে বাধ্য হওয়ার সংখ্যাও। ধর্মীয় পরিচয়ের কারণে ঘর পুড়েছে, পুড়েছে উপাসনালয়-ব্যবসা প্রতিষ্ঠানও। আবার ধর্ম নিয়ে ভিন্নমতের কারণে টার্গেটে কিলিংয়ের শিকার হচ্ছেন ব্লগার, লেখক, প্রকাশক। রেহাই পাচ্ছেন না সংখ্যালঘুরাও।

দেশের রাজনীতি যখনই গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে, তখনই নানাভাবে সামনে এসেছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়টি। সমতাভিত্তিক সমাজ গড়ার চেতনায় স্বাধীন হলেও, সংখ্যালঘুদের ওপর হামলা, হুমকি, জমিদখল, আর এ কারণে দেশত্যাগের ঘটনা, প্রায়ই বিব্রতকর করে বিবেকবান মানুষদের।

মানবাধিকার কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে সংখ্যালঘুরা যে আস্থা ও বিশ্বাসহীনতায় ভুগছিলেন, তা যেন এখন চূড়ান্ত রূপ পেয়েছে। বিচারহীনতা, প্রশাসনের উদাসিনতায় তাদের বাধ্য করছে নীরবে দেশত্যাগে।

স্বাধীনতার আগে-পরে আদমশুমারিগুলো বলছে.প্রতি বছরই কমেছে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা। সবশেষ আদমশুমারিতেই কমেছে প্রায় নয় লাখ। এ মানবাধিকার কর্মীর মতে,  সংখ্যালঘুদের ক্রমশ কোনঠাসা করার ষড়যন্ত্র মোকাবেলায় সরকার পদক্ষেপ না নিলে ঠেকানো যাবে না এ দেশত্যাগ। এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়ার যে খবর বেরিয়েছে পিটিআইয়ে, তা অস্বীকার করেছেন রানা দাশগুপ্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে