গাজীপুরের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসাথে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৭ জনকে। আর খালাস পেয়েছেন ১২ জন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ দুপুরে এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত এ ঘটনাকে গণহত্যার মতো অপরাধ বলে মন্তব্য করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে, গাজীপুরের নোয়াগাঁয়ের এক স্কুল মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে।
ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায়, ২০০৫ সালে ১৬ এপ্রিল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে আসামিরা হাইকোর্টে আপিল করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্য দুজন মারা গেছেন। কারাগারে ১৭ জন। আর পলাতক ৯ জন।