ফেনীর সেই মাদ্রাসারছাত্রী নুসরাত জাহান অবশেষে না ফেরার দেশে চলে গেলেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নুসরাতের অবস্থা অবনতি হলে ডাক্তার সামন্ত লাল সেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা বার্ণ ইউনিটে উপস্থিত হন। কালকে সকাল ৮ টায় ময়নাতদন্ত, এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে ফেনীতে।ডাক্তার সামান্ত লাল সেন সাংবাদিকদের বলেন সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে নুসরাতকে বাঁচানোর জন্য। তবে ডীপ বার্ণ হওয়ায় প্রথম থেকেই বাঁচার সম্ভাবনা ক্ষীন ছিলো। আজকেও সিঙ্গাপুরের ডক্টরদের সাথে কথা বলা হয়েছিলো।

নুসরাত- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় গতকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তাকে সিঙ্গাপুরে পাঠানোর জন্য উদ্যোগ নেয়া হলেও শারীরিক অবস্থা ভাল না হওয়ায় তা বাতিল করা হয়।

পাঁচ দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নুসরাত। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। নুসরাতের মরদেহ সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে