বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে পাঁচ লাখ টাকা দিয়েছে গ্রিনলাইন পরিবহন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে দুপুরে শুনানির সময় এ চেক হস্তান্তর করেন গ্রিনলাইনের মালিক। ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে দিতে হবে।

গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ১০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলো হাইকোর্ট। তবে সকালে রাসেল সরকারের আইনজীবী আদালতকে জানান, গ্রিনলাইন পরিবহনের কেউ যোগাযোগ করেনি। পরে গ্রিনলাইনের আইনজীবী আদালতের কাছে ক্ষতিপূরণ দিতে এক মাস সময় আবেদন করেন। তবে আদালত দুপুর তিনটার মধ্যে ক্ষতিপূরণের কিছু অর্থ দেয়ার নির্দেশ দেয়।

এরপর বেলা তিনটায় গ্রিনলাইনের মালিক মোহাম্মদ আলাউদ্দীন আদালতে রাসেল সরকারকে পাঁচ লাখ টাকার চেক দেন। এদিকে গ্রিনলাইনের মালিক আদালতকে জানান, ব্যাংকে তার প্রায় একশো কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়া অন্য আর্থিক সংকটের কথা জানিয়ে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা মওকুফের আবেদন জানান। তবে তাতে সাড়া দেয়নি হাইকোর্ট।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে