সংকটাপন্ন হওয়ায় অগ্নিদগ্ধ নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেয়া সম্ভব নয়, অবস্থার উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউ কনসালটেন্টসহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর এ কথা জানান তিনি। ডা. সামন্ত লাল সেন জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন নুসরাতের শারীরিক অবস্থা ভালো না। এ অবস্থায় ৫ ঘন্টা আকাশ পথে ভ্রমণ করে সিঙ্গাপুরে পৌঁছানো ঝুঁকিপূর্ণ। সিঙ্গাপুরের চিকিৎসকরা নুসরাতের বাংলাদেশে চলমান চিকিৎসা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, চলমান চিকিৎসার পাশাপাশি বাড়তি কিছু পরামর্শও দিয়েছেন তারা। লাইফ সাপোর্টে রাখা হলেও দগ্ধ নুসরাতের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্য চিকিৎসকরা।
শনিবার ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














