জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের প্রতি ৩ জন শিশুর একজন ঝড় বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দুর্যোগের ঝুঁকিতে থাকা এই শিশুদের জন্য আরো সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বালাদেশের দুর্যোগপ্রবণ নিম্নাঞ্চলে বাস করছে ১ কোটি ৯০ লাখ শিশু। বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা হলেও বেড়ে চলেছে উষ্ণায়ন।এর ফলে হিমবাহ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সেই সাথে বাড়ছে বন্যা, ঝড়, খরা, দাবানলের মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
এতে দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে এবং শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ২০১৯ সালের বিশ্ব জলবায়ু ঝুঁকিতে থাকা সূচিতে নবম স্থানে বাংলাদেশ। দুর্যোগ এড়াতে নানা পদক্ষেপ নিলেও বন্যা, খরার কারণে খাদ্যঘাটতি ও বাস্তুচ্যুত শিশুদের রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














