রাজধানীর বহুতল ভবন বিধিমালা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে চতুর্থ দিনের মতো অনুসন্ধান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ৮টি জোনে বিভিন্ন ভবনের অবস্থা ও নকশার কাগজপত্র খতিয়ে দেখছে রাজউকের ২৪টি দল।
রাজধানীর জোন ৪ এ, বনানীর এসএমসি টাওয়ারে অনুসন্ধান চালাচ্ছে রাজউক। রাজউক, জোন -৪ এর পরিচালক মোহাম্মদ মামুন মিয়া জানান, মূল নকশার সঙ্গে মিল নেই স্থাপনাটির। এসএমসি টাওয়ারে কার্যক্রম শেষে পাশের বহুতল ভবনে অনুসন্ধান চালানো হবে বলে জানান তিনি। এদিকে ভবনটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি নকশা অনুযায়ী ভবনটি নির্মিত।
তবে অনুসন্ধানে যেসব ত্রুটি পাওয়া গেছে তা সারিয়ে তোলা হবে। তিন দিনের অভিযানে ৬৫ ভবনে ত্রুটি পাওয়ার কথা জানিয়েছে রাজউক। এছাড়াও ভবনের সামনে ও পেছনের খোলা জায়গায় নির্মিত রেস্টুরেন্ট ও এটিএম বুথ সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























