আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে ৫ লাখ শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করবে সৌদি সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুরে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন, মন্ত্রিপরিষদ সচিব। জানান, সৌদি সরকার দক্ষ শ্রমিকের পাশাপাশি অদক্ষ শ্রমিক নেয়ারও আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে সম্মত হয়েছে নারী শ্রমিকের বেলায়, একজন অভিভাবককেও ভিসা দেয়ার ব্যাপারে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সৌদি আরবের সঙ্গে কোনো সামরিক জোট গঠন করা হচ্ছে না। শুধু পবিত্র মক্কা ও মদিনা শরিফ রক্ষার প্রয়োজন হলে, দেশটিতে  সেনাবাহিনী পাঠানো হবে। এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, মন্ত্রিপরিষদ বৈঠকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে