ঢাকায় গণপরিবহণে শৃঙ্খলা ১৫ দিনের মধ্যে দৃশ্যমানের ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চক্রাকার এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে উত্তর ঢাকার মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের পরিকল্পনার অংশ হিসেবেই চালু হয়েছে এই বাস সার্ভিস।
প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর অংশ হিসেবে দক্ষিণ ঢাকার আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চালু হলো বিআরটিসির চক্রাকার বাস সেবা। কলাবাগানে বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের বাস চালুর লক্ষ্য ও উদ্দেশ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানও জানান তিনি। প্রাথমিকভাবে চালু হওয়া ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের প্রতিটিতে আছে ৫২ আসন। চক্রাকার রুটে মোট ৩৬টি জায়গায় থামবে এসব বাস। সাশ্রয়ী ভাড়ায় যাত্রীরা এ সেবা নিতে পারবেন বলে জানান দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন।
পরে আরেক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বিমানবন্দর সড়কে চারটি নতুন ডবল ডেকার বাসের উদ্বোধন করেন। এসব বাস বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীসেবা দেবে।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























