মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৫৯জন মুক্তিযোদ্ধকে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। সোমবার বিকালে জাতীয় স্মৃতিসৌধের সামনে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সালমান এফ রহমান বলেন, আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে তারাই স্বাধীনতার চেতনাকে ভূলণ্ঠিত করেছে।বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা অনেকের ঈর্ষার কারণ, তারা ষড়যন্ত্রের চেষ্টা করছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ছবি সংগ্রহীত
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























