মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরের মকর্দখোলা গ্রামের বাক প্রতিবন্ধী লাল মতির (৩০) ধর্ষকের দ্রুত বিচার ও ধর্ষিতার পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাগুরা শহরের চৌরঙ্গিতে আজ সোমবার দুপুরে মানববন্ধন করেছে দারিদ্র দুরিকরন স য় ও ঋণদান সমিতি নামের একটি সেচ্ছাসেবি সংস্থার কর্মিরা।
মানববন্ধনে তারা লাল মতির ধর্ষক শ্রীপুরের মকর্দমখোলা গ্রামের কাওসার লস্করের ছেলে সোহান লস্করের পরিবার পক্ষ লালমতির পরিবারকে নানা রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। এছাড়া ধর্ষকের দ্রুত বিচারসহ লাল মতির গর্ভে জন্ম নেয়া সন্তানের পিতৃত্বের দাবি জানান।প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারী ২০১৮ তারিখে লাল মতিকে ধর্ষণ করে সোহান লস্কর। এ ঘটনায় আদালতে মামলা করেন ধর্ষিতার বাবা ফজলু শেখ। একই বছরের ৩১ অক্টোবর লাল মতির একটি কন্যা সন্তানের জন্ম হয়। ধর্ষনের মামলাটি তুলে নিতে ধর্ষিতার বাবাসহ পরিবারের সদস্যদের সোহান লস্করের পরিবারের লোকজন নানা রকম হুমকী দিচ্ছে বলে মানবন্ধনে অভিযোগ করা হয়।
পরে তারা মাগুরা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেয়। ধর্ষক সোহান বর্তমানে জেল হাজতে রয়েছে।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














