সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পাশপাশি এ বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সড়কে ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে না দেয়ার হুঁশিয়ারি দিয়ে জানান, এবার পথচারীদের ওপরও আইন প্রয়োগ হবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে গত নয় মাসে পাঁচটি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এছাড়া বিআরটিএ এবং ডিএমপির নিয়মিত মামলাতো আছেই। তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়া বাসের বিরুদ্ধে ছিলো ২৭ মামলা। ছিলো না রুট পারমিটও।জরিমানা কিংবা মামলা কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে, ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, শুধু চালক বা হেলপারই নন, পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ডিএমপি কমিশনার বলেন, ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে, এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর নর্দ্দায় প্রগতি সরণিতে মানববন্ধন করেছে।
সুত্রঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























