দেশব্যাপি সাঁড়াশি অভিযানে দুদিনে তিন হাজার একশ ৯২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের বেশিরভাগই নানা মামলার আসামি। এর মধ্যে ২৭ জেএমবি ও ৭ জেএমজেবি সদস্যসহ ৩৭ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জব্দ করা হয়েছে একটি শর্ট গান, গানপাউডার-হাতবোমা ও বেশ কিছু জেহাদি বই।

ধর্মীয় সংখ্যালঘু ও পুলিশ সুপারের স্ত্রী হত্যার পর, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে শুরু হয় পুলিশের সাঁড়াশি অভিযান। শনিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত আটক হয়েছে ৩ হাজার একশ ৯২ জন।

জঙ্গি সন্দেহে আটক ৩৭ জনের মধ্যে রয়েছে ২৭ জেএমবি ও ৭ জেএমজেবি সদস্য। বাকিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া, গ্রেপ্তারি পরোয়ানা আছে এমন এক হাজার ৮৬১ জন, ৯১৭ জন নিয়মিত মামলা, ১৯ জন অস্ত্র মামলার এবং ৩৫৮ জন মাদক মামলার আসামি। সবচেয়ে বেশি আটক হয়েছে চট্টগ্রামে, ৩৭৬ জন। চলমান অভিযানে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে সর্বোচ্চ সতকর্তা নেয়া হচ্ছে বলে দাবি পুলিশের। এছাড়া রংপুরে ১২ জামায়াত কর্মীসহ ১১৭, সিলেটে ১৩২, বরিশালে ১০৮, বগুড়ায় ৮৯, টাঙ্গাইলে ৭৫ এবং ফেনী ও লালমনিরহাটে আটক হয়েছে অন্তত ১০০ জন। এ অভিযান একযোগে চলছে দেশের সব জেলায়।

এই ২৪ ঘণ্টায় একটি শুটার গান, ৫০০ গ্রাম গানপাউডার এবং ১৫টি হাতবোমা, ২১টি জেহাদী বই, ১৫টি ডায়েরি এবং ৭৫৭টি মোটর সাইকেল জব্দ হয়েছে। অভিযান চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে