রাজধানীতে লরির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ভোর সোয়া ৪টার দিকে মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক। মিরপুর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, ভোরে কল্যাণপুরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ময়না তদন্তের জন্য মরদেহ সেখানকার মর্গে রাখা হয়েছে।

নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি মেহেরপুর সদর এলাকায়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে