তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৫তম বেসিস সফটএক্সপো ২০১৯। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগানে শুরু হয়েছে এ মেলা।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ মেলা উদ্বোধন করেন। এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস)।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশ এগিয়ে চলেছে। এ খাতের উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার। এ খাতে ১০ লাখ জনবল কাজ করছে। ২০২১ সালের মধ্যে যা ২০ লাখে দাঁড়াবে। এ খাতের আরও উন্নয়নে দেশীয় সফটওয়্যার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, মেলায় সফটওয়্যার এবং সফটওয়্যার সংশ্নিষ্ট ২৫০টি সেবা প্রদর্শন করা হয়েছে। মেলায় এসে দর্শনার্থীরা সফটওয়্যার খাতে আমাদের অগ্রগতি সরাসরি দেখার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।মেলার পার্টনার আইসিটি বিভাগ, বিসিসি ও এলআইসিটি প্রকল্প। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
ছবিঃ বেসিস থেকে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ