এক কোটি ত্রিশ লাখ ভারতীয় মুদ্রাসহ এক যাত্রী ও তার এক সহযোগিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটক ভারতীয় মুদ্রা জাল বলে প্রাথমিক ধারণা শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের।
তারা জানায়, সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীর লাগেজ স্ক্যান করে ভারতীয় মুদ্রা পায় তারা। আটক যাত্রী পাকিস্তানের করাচি থেকে শারজাহ হয়ে ঢাকায় আসেন। মুদ্রার উৎস ও গন্তব্য নিয়ে তদন্ত চলছে বলে জানায় শুল্ক গোয়েন্দারা।