বিনোদন: উঠতি অভিনেত্রী উর্বশী রউতেলার আকর্ষণীয় ফিগার আর অভিনয় দক্ষতার কাছে শেষ পর্যন্ত হেরেই গেলেন বাঙালি ললনা বিপাশা বসু। আর তা না হলে গেল বছরে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ ছবিতে প্রশংসনীয় অভিনয় করেও দ্বিতীয় সিক্যুয়ালেই কেন বাদের খাতায় চলে যাবেন তিনি!
হ্যাঁ। গত বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ভূষণ প্যাটেলের ভৌতিক গল্পে নির্মিত সিনেমা ‘অ্যালোন’। বক্স অফিসে খুব একটা দাপট দেখাতে না পারলেও চলতি বছরেই ফের ‘অ্যালোন’-এর সিক্যুয়াল করতে যাচ্ছেন প্রযোজক কুমার মঙ্গত। আর এই ছবিতে প্রযোজকের চাওয়ায় বিপাশা বসুকে বাদ দিয়ে কেন্দ্রীয় চরিত্রে চূড়ান্ত করা হয়েছে ‘সনম রে’ খ্যাত উঠতি তারকা অভিনেত্রী উর্বশী রউতেলাকে।
অ্যালোন-২ ছবিতে বিপাশা বসুকে বাদ দিয়ে উর্বশীকে চূড়ান্ত করার কারণ জানিয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রযোজক কুমার মঙ্গতের ইচ্ছাতেই বিপাশাকে সরিয়ে উর্বশীকে ‘অ্যালোন-২’-এর জন্য চূড়ান্ত করা হয়েছে। কারণ উর্বশীকে ‘সনম রে’ ছবিতে অসাধারণ অভিনয় করতে দেখে ‘অ্যালোন ২’-এ তাকে নেয়ার নাকি লোভ সামলাতে পারেননি কুমার মঙ্গত। আর এইজন্য উর্বশীকে চূড়ান্ত করা।
উল্লেখ্য, হরর আর সেক্স ককটেল নির্মাণে পটু ভূষণ প্যাটেল গেল বছরে ‘অ্যালোন’-এর আগেও তৈরি করেছেন রাগিনি এমএমএস এবং ইভিল রিটার্নস-এর মত সিনেমা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে