বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের পুলিশ শ্রমিক সংর্ঘষে পুলিশের এক ওসিসহ অন্তত দশজন আহত হয়েছে। শুক্রবার সকালে জয়দেবপুর চৌরাস্তা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের রওশন সড়ক এলাকায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যারস নামের একটি কারখানায় শ্রমিকদের গত মে মাসের বেতন বকেয়া বেতন ছিল। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন চলতি মাসের ২০ তারিখ দেয়ার ঘোষণা দেয়। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়। এক পর্যায়ে শ্রমিকরা জয়দেবপুর চৌরাস্তা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় দেড় ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।