বিনোদন: সেই ২০১২-তে ডেবিউ ফিল্মের সময় থেকেই আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন চলছে। কখনও মুম্বইয়ের রেস্তোরাঁয় দেখা গিয়েছে যুগলকে। কখনও বা সিদ্ধার্থর ফ্ল্যাটে একান্তে সময় কাটিয়েছেন আলিয়া। কিন্তু কখনও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। কিন্তু এ বার সেই ধোঁয়াশা অনেকটাই কাটল। সিদ্ধার্থকে যে ভালবাসেন, সে কথা প্রকাশ্যেই স্বীকার করলেন আলিয়া।
সম্প্রতি মুম্বইতে ‘কপূর অ্যান্ড সন্স’-এর প্রমোশনে হাজির ছিলেন ফাওয়াদ খান, আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ মলহোত্রা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি মহেশ কন্যা বলেন, ‘‘আমি ফাওয়াদকে পছন্দ করি। কিন্তু সিদ্ধার্থকে ভালবাসি।’’
ব্যস! আলিয়ার এই মন্তব্যের পর বলিউডের একটা বড় অংশের মতে, আলিয়া-সিদ্ধার্থ যে রিয়েল লাইফেও রোমান্স করছেন, তাতে আর কোনও সন্দেহ নেই। ‘কপূর এন্ড সন্স’-এর সৌজন্যে আরও একবার তাঁদের রিল লাইফ রোমান্স দেখার সুযোগ পাবেন দর্শকরা।