ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুসহ আজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ দুর্ঘটনায় আহত শাহজালালের স্ত্রী শাহিদা। তার সন্ধানে অভিযান অব্যাহত আছে।

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ যাত্রীদের সন্ধানে শনিবার সকাল থেকেই উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও নৌবাহীনী ডুবুরি দল। বেলা সাড়ে ১২ টার দিকে তারা উদ্ধার করে ৭ মাস বয়সী জুনায়েদের মরদেহ। এর আগে সকালে শিশু জুনায়েদের বাবা দেলোয়ার এবং দুর্ঘটনায় আহত শাহজালালের দুই মেয়ে মীম ও মাহির মরদেহ উদ্ধার করা হয়। আর শুক্রবার উদ্ধার করা হয় শুক্রবার শিশু জুনায়েদের মা জামশেদার মরদেহ। শুরু থেকেই উদ্ধার কাজকে কঠিন ও ঝুঁকিপূর্ণ বললেও ফায়ার সার্ভিস জানায়, সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান। উদ্ধারকারী দলের প্রধান মনে করেন, মাঝ নদীতে নৌকায় যাত্রী তোলা বন্ধ না হলে এমন দুর্ঘটনা থামানো যাবে না।

এরিমধ্যে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো শরীয়তপুরের সখীপুর গ্রামে নিয়ে যাওয়ার কথ জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হন। বেঁচে যাওয়া একমাত্র যাত্রী শাহজালাল পঙ্গু হাসপাতালে ভর্তি।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে