রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছোট কাগজ চিহ্ন’র আয়োজনে চতুর্থবারের মত শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘চিহ্নমেলা চিরায়তবাঙলা’। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন চত্বরে আগামী ১১ ও ১২ মার্চ দুইদিনব্যাপী চলবে সে মেলা।

মেলায় বাংলাদেশ ও ওপার বাংলার দুই শতাধিক লিটলম্যাগ-কর্মী, সম্পাদক, লেখক, পাঠক সহ সাহিত্যজনদের সম্মিলন ঘটবে, থাকছে সাহিত্যের সৃজনশীল ও মননশীল ধারায় বিচরণশীল  প্রান্তিক দুজন সাহিত্যিকসহ দুইবাংলার আটটি ছোট কাগজের জন্য সম্মাননা। জানাচ্ছিলেন ‘চিহ্নমেলা চিরায়তবাঙলা ২০১৯’র আহবায়ক শহীদ ইকবাল। দুইদিনব্যাপী মেলার প্রস্তুতি ও নানাদিক নিয়ে কথা বলতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো যোগ দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রাবির বাংলাবিভাগের সাবেক শিক্ষার্থী আবুল ফজল, রাবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম সাইদুল আম্বিয়া।

১১ মার্চ সকাল দশটায় মেলার প্রথম দিনে শুভ উদ্বোধন ও র‍্যালির মাধ্যমে পর্দা উঠবে দুইদিন ব্যাপী আয়ো- -জনের। এরপরে দিনব্যাপী আয়োজনে থাকবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে প্রভাত চৌধুরীর ‘রবীন্দ্র-তর্পণ’,কথাশিল্পী দেবেশ রায়ের বক্তৃতা , ডিজিটাল বাংলাদেশে বাঙালি জীবনের সাহিত্য নিয়ে কথা  বলবেন জুলফিকার মতিন, মহীবুল আজিজ, ইমানুল হক, কানাই সেন, শোয়েব শাহরিয়ার, প্রভাত চৌধুরীর মতো দেশবরেণ্য সাহিত্যিকরা, কবির প্যাথোস ও আজকের কবিতা বিষায়ক আলোচনা, পাঠ-উন্মোচন হবে চিহ্ন প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা’ গ্রন্থটির। দিনশেষে থাকবে মেলায় অংশনেয়া দুইবাংলার পত্রিকা সম্পাদকদের চিহ্নক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৯৫ এবং পশ্চিম বাংলার ৩০ টি পত্রিকা। স্টল থাকবে ১৩০ টিরও বেশী। ওপার বাংলার বিভিন্ন স্থান হতে অন্তত ৩২ জন্য পত্রিকা সম্পাদক মেলায় অংশ নেবেন। এছাড়াও অংশগ্রহণকারী লিটলম্যাগদের মধ্য হতে পশ্চিম বাংলার ৩টি এবং বাংলাদেশের ৫টি লিটলম্যাগকে  তাৎক্ষণিকভাবে নির্বাচন করে পুরষ্কার দেয়া হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চিহ্নের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এবং বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, অধ্যাপক ইমেরিটাস  অরুণ কুমার বসাক, অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক গোলাম কবির, অধ্যাপক সরকার সুজিত কুমার, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, আসাদ মান্নান, আরিফুল হক কুমার প্রমুখ।

পরেরদিন মঙ্গলবার  সকালে কবিতা-পাঠ এর মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের কার্যক্রম। এরপরে বিধানচন্দ্র দাশের প্রবন্ধকে সূত্র করে  সাহিত্য ও বিজ্ঞান নিয়ে  আলোচনা করবেন ইমেরিটাস অধ্যাপক অরুণকুমার বসাক, অধ্যাপক নূরুল্লাহ, অধ্যাপক গোলাম কবির ও অধ্যাপক গোলাম সাত্তার। দিনব্যাপী সাহিত্য-আড্ডা, আলোচনা, বসন্তের কবিতা আবৃত্তি, প্রদর্শনী শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কলকাতার গানেরদল ‘মনভাষা’ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

ব্যতিক্রমী ছোট কাগজ চিহ্ন প্রতিষ্ঠা হয় ২০০০ সালের ১ এপ্রিল। এরপর থেকে ৪৩ টি বই এবং ছোট কাগজ চিহ্নের ৩৬ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। চিহ্ন মূলত গ্রামে থাকা, বর্ষীয়ান ও প্রান্তীক সাহিত্যিক দের নিয়ে কাজ করে থাকে।

মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে