সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে কিছুটা বেড়েছে মুরগি ও ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। বাজারে গ্রীষ্মকালীন সবজি মিললেও দাম চড়া। তবে অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম।
শুক্রবার হওয়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে সকাল থেকেই ছিল বেশ ভিড়। ক্রেতাদের চাপ ছিল মাংসের বাজারে। মুরগির চাহিদাই বেশি দেখা গেছে। তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহে ১৫০ থেকে ১৫৫ টাকায় কেজি বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সোনালি জাতের মুরগির কেজি ২৮০ আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে। খুব একটা স্বস্তি নেই ফার্মের ডিমের দামেও। ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর হাঁসের ডিম মিলছে ১৫০ টাকা ডজনে।
বাজারে পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন সবজি। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, পটল ৭০ টাকায়। আর সজনে ডাঁটার স্বাদ নিতে গুনতে হবে ২০০ টাকা কেজি। এদিকে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকা আর খাসি ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























