কিছু দিন আগেই বাবুল আক্তার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে আসেন। কিন্তু তার পরিবার এখনো চট্টগ্রামে বাস করছে। দুর্বৃত্তরা বিষয়গুলো জেনে বুঝে হামলা করেছে বলে ধারণা করছে পুলিশ।
আবারও নৃশংস হত্যাকাণ্ড। উপ-পুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে চট্টগ্রামে জিইসি মোড়ে তিন মোটারসাইকেল আরোহী মিতুকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জঙ্গি সর্ম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। গত সপ্তাহে বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে বদলি করে ঢাকায় আনা হলেও তার পরিবার ছিল চট্টগ্রামে।
সকাল তখন পৌণে সাতটার কাছাকাছি। চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের বাসা থেকে বেরিয়ে ছেলে মাহিরকে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলে যাচ্ছিলেন মাহমুদা খানম মিতু। স্কুল বাসের জন্য জিইসি মোড়ে দাড়িয়ে ছিলেন পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ সময় মোটরসাইকেলে এসে তাদের ঘিরে ফেলে তিন দুর্বৃত্ত। তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মিতুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় দুর্বত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে ও গুলি করে মিতু আক্তারকে হত্যা করে পালিয়ে যায়।সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে সোচ্চার ছিলেন ঢাকার উপ-পুলিশ কমিশনার বাবুল আক্তার। তারই জেরে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। দ্রুত অপরাধীদের আটক করা হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
কিছু দিন আগেই বাবুল আক্তার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে আসেন। কিন্তু তার পরিবার এখনো চট্টগ্রামে বাস করছে। দুর্বৃত্তরা বিষয়গুলো জেনে বুঝে হামলা করেছে বলে ধারণা করছে পুলিশ।