বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক থাকা প্রতিটি দেশেই বাংলাদেশ মিশনের নিজস্ব ভবন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেন। শনিবার রাতে জেদ্দা কনফারেন্স প্যালেসের এক অনুষ্ঠান থেকে রিয়াদে নতুন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দূতাবাসগুলোর এই নিজস্ব ভবন বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের প্রতীক হয়ে উঠবে। প্রবাসী বাংলাদেশীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখবে না, সবাই সম্মানের সঙ্গে দেখবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. আহমেদ তিকতিক এবং ওআইসির সেক্রেটারি জেনারেল ইয়াদ বিন আমিন মাদানি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার সৌদি আরবে পৌঁছেই ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে