ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে কোনো মোবাইল সিম নেই’ তার হাতে অনিবন্ধিত কোনো সিম থেকে থাকলেও তা নিস্ক্রিয় হয়ে গেছে।
রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয়ে অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। তারানা হালিম বলেন, আমার জানা মতে কোনো সিম উনার (খালেদা জিয়া) নামে নেই। সেক্ষেত্রে হয়ত উনি অন্যের মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ করেন। উনি এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেননি। উনার নামে না করলে সেটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভেটেড হয়ে গেছে।
তিনি বলেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, তিন বাহিনীর প্রধান করেছেন, সকল মন্ত্রী করেছেন, প্রতিমন্ত্রী করেছেন, মাননীয় স্পিকার করেছেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা করেছেন, সকল সচিব করেছেন, সেনা বাহিনীর সদস্যরাও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধনে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। কোনো মন্ত্রীর সিম যদি অনিবন্ধিত থেকে থাকে, তাহলে সেটিও বন্ধ হয়ে যাবে।
প্রতিমন্ত্রী জানান, গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে ৩১ মে রাত ১২টা পর্যন্ত ১১ কোটি ২১ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। আর বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর অপারেটরদের দেয়া সুযোগে ৪ জুন পর্যন্ত নিবন্ধিত হয়েছে আরও ৩৮ লাখ সিম। এ হিসাবে মোট ১১ কোটি ৬০ লাখের মত সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে