রাজধানী ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করতে গিয়েছিলেন বেকার নার্সরা, সেখানে পুলিশের বাধায় আহত হন কয়েকজন নারী৷ ফেসবুকে ছড়িয়ে পড়েছে রক্তাক্ত নার্সের ছবি৷ পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন অনেকে৷ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বুধবার অন্তত ৪০ জন আহত হয়েছেন৷

আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশের দাবি৷ অন্যদিকে বেকার নার্সদের দাবি, পুলিশ লাঠি ও জলকামান নিয়ে তাদের উপর চড়াও হয়েছিল৷ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন রক্তাক্ত নারীর ছবি ছড়িয়ে পড়েছে৷ ছবির ওই নারীরা স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন অংশ নিতে গিয়ে আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে৷ আন্দোলনরত নিরীহ নার্সদের উপর পুলিশী হামলার পর স্বাস্থ্যমন্ত্রী ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছেন৷

উল্লেখ্য, পিএসসির মাধ্যমে না করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ বেসিক গ্রাজুযেট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন৷ বুধবারের ঘটনার পর তাদের আন্দোলন আরো ছড়িয়ে পড়তে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কা প্রকাশ করা হয়েছে৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে