প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারকে দুই বছরের জন্য ইতালির রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সোবহান সিকদারকে ইতালির রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত জানানোর তিন দিনের মাথায় আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে সোবহান সিকদারকে চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সোবহান সিকদার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন। মুখ্য সচিব হিসেবে এক বছর দায়িত্ব পালনের পর অবসরে যান তিনি। আবদুস সোবহান সিকদার এর আগে নৌ ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) এবং নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বেও ছিলেন তিনি। ১৯৮১ বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।

প্রসঙ্গত, আবদুস সোবহান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্সের পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে ডিপ্লোমা করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে