রমজানে নিরাপত্তা ও খাদ্যপণ্যে ভেজাল বন্ধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ব্যবসার নির্বিঘ্ন পরিবেশ তৈরির পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সন্ত্রাস-চাঁদাবাজিতে কোনো পুলিশ সদস্য জড়িত হলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরান ঢাকার নিরাপত্তায়, নানা ব্যবসায়ী সংগঠন ও স্থানীয়দের সহায়তায় বসানো হলো প্রায় তিন হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা। এর উদ্বোধন করতেই এ আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে, ব্যবসায়ীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে, রমজানে পণ্যমূল্য না বাড়ানো এবং খাদ্যপণ্যে ভেজাল বন্ধের আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক।

এসময়, পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। পুলিশের ভালো কাজে সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেন তারা। এদিকে, ঈদ-রমজানে নগরবাসীর নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পেলে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে