আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলো, সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর ১০ সদস্য। বিকেলে মংলার ফুয়েল জেটি ঘাটে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে, সহযোগিদের নিয়ে আত্মসমর্পণ করেন বাহিনীর প্রধান কাদের মাস্টার। জমা দেন ৫২টি অস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গুলি। এ সময়, সুন্দরবন নিরাপদ করতে, অন্য বাহিনীর সদস্যদেরও আত্মসমর্পণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘোষণা দেন, স্বাভাবিক জীবনে ফিরতে, আইনী সহায়তা দেয়ার।

মংলার ফুয়েল জেটি ঘাটে, বিকেলে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ আত্মসমর্পণ করেন ১০ জন। এ সময় তারা ৫২টি অস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গুলি জমা দেন। পরে মাস্টার বাহিনীর প্রধান বলেন, নিজেদের ভুল বুঝতে পেরেই, স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিয়েছেন তারা। অন্যদেরও অপরাধের পথ ছাড়ার আহবান তার।

র‍্যাব জানায়, জলদস্যুসহ দমনসহ সুন্দরবনে বনজীবীদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে কাজ করছে তারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুন্দরবনকে নিরাপদ দেখতে চায় সরকার। এজন্য বনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সংখ্যা বাড়ানো হচ্ছে। যারা আত্মসমর্পণ করবে, তাদের আইনি সহায়তা দেয়ার কথাও বলেন তিনি। গত রোববার এ আত্মসমর্পণ অনুষ্ঠানের কথা ছিলো। কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাব মহাপরিচালক যেতে না পারায়; তা স্থগিত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে