বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ‘সাইকেল র্যালি ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’ নামে বাইসাইকেল র্যালি করেছে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ’র ভক্তদের সংগঠন হিমু পরিবহণ,ঝিকরগাছা।
গত বুধবার সকালে উপজেলা মোড় বিজয় চত্বর থেকে এই বাইসাইকেল র্যালি শুরু হয়ে শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল ঘুরে ঝিকরগাছায় এসে শেষ হয়।
এ সময় র্যালিটি ৩৬ কিলোমিটার পথ প্রদক্ষিণকালে উপজেলার অমৃতবাজার, গঙ্গানন্দপুর, ছুটিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বিষহরী দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
এর আগে র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম। হিমু পরিবহণ, ঝিকরগাছার সমন্বয়ক তানজুম সাকিব জানান, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে দেশব্যাপী হিমু পরিবহণের ক্যান্সার সচেতনতার কর্মসূচির অংশ হিসেবে এই র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিতে হিমু পরিবহণ,ঝিকরগাছার ১৬ জন হেল্পার অংশ নেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ